ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ-২: বিএনপির মজিদকে প্রার্থী না দিলে ভোট দেবেন না সনাতনী ৫৭ হাজার ভোটার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন না দিলে ভোটদান থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সনাতনী সম্প্রদায়ের ৫৭ হাজার ভোটার।

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে নির্বাচনী এলাকার ১১০টি পূজামন্দির কমিটি এবং চারটি সনাতনী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদার, প্রবীণ সনাতনী ব্যক্তিত্ব অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল ও সাধান কুমার ঘোষ।

লিখিত বক্তব্যে জানানো হয়, ঝিনাইদহ-২ আসনে এম এ মজিদকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে। এই দাবি পূরণ না হলে সনাতনী সম্প্রদায়ের ৫৭ হাজার ভোটার ভোটদান থেকে বিরত থাকবেন।

নেতৃবৃন্দ আরও জানান, বিগত ৫ আগস্ট ২০২৪ থেকে ঝিনাইদহ জেলায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এই সময়ে সনাতনী সম্প্রদায় নির্ভয়ে বসবাস করছে এবং গত দুই বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাও উৎযাপিত হয়েছে আতঙ্কহীন ও আনন্দঘন পরিবেশে।

তারা দাবি করেন, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ সনাতনী সমাজের ধর্মীয়, সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রমে নিরবিচ্ছিন্ন সহযোগিতা দিয়ে আসছেন। তার আন্তরিকতা ও সহায়তা তাদের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করেছে—এ কারণেই তাকে ‘সনাতনীদের রক্ষক’ হিসেবে দেখা হয়।


 

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

ঝিনাইদহ-২: বিএনপির মজিদকে প্রার্থী না দিলে ভোট দেবেন না সনাতনী ৫৭ হাজার ভোটার

আপডেট সময় ০৪:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন না দিলে ভোটদান থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সনাতনী সম্প্রদায়ের ৫৭ হাজার ভোটার।

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে নির্বাচনী এলাকার ১১০টি পূজামন্দির কমিটি এবং চারটি সনাতনী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদার, প্রবীণ সনাতনী ব্যক্তিত্ব অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল ও সাধান কুমার ঘোষ।

লিখিত বক্তব্যে জানানো হয়, ঝিনাইদহ-২ আসনে এম এ মজিদকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে। এই দাবি পূরণ না হলে সনাতনী সম্প্রদায়ের ৫৭ হাজার ভোটার ভোটদান থেকে বিরত থাকবেন।

নেতৃবৃন্দ আরও জানান, বিগত ৫ আগস্ট ২০২৪ থেকে ঝিনাইদহ জেলায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এই সময়ে সনাতনী সম্প্রদায় নির্ভয়ে বসবাস করছে এবং গত দুই বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাও উৎযাপিত হয়েছে আতঙ্কহীন ও আনন্দঘন পরিবেশে।

তারা দাবি করেন, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ সনাতনী সমাজের ধর্মীয়, সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রমে নিরবিচ্ছিন্ন সহযোগিতা দিয়ে আসছেন। তার আন্তরিকতা ও সহায়তা তাদের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করেছে—এ কারণেই তাকে ‘সনাতনীদের রক্ষক’ হিসেবে দেখা হয়।