জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো স্মৃতিগুলো আজও তাকে অনুপ্রাণিত করে। তিনি জানান, এক অনুষ্ঠানে খালেদা জিয়া তাকে জিজ্ঞেস করেছিলেন—‘তোমার বাড়ি কোথায়?’ তিনি উত্তর দিলে—বাউফল, খালেদা জিয়া বলেছিলেন, “অনেক দূর থেকে এসেছ তুমি? অনেক দূর যেতে হবে তোমাকে।” সেই কথাটি আজও তার জীবনের বড় অনুপ্রেরণা বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) জোহরবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা ছাত্রশিবির আয়োজিত দোয়া-মিলাদ অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ বলেন, জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বেগম খালেদা জিয়ার দেশের জন্য অবদান অনন্য। “দল হিসেবে মতভেদ থাকলেও তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ও স্মৃতিগুলো আজও আমাকে মুগ্ধ করে,” বলেন তিনি। ছাত্রজীবনে খালেদা জিয়ার হাত থেকে গোল্ড মেডেল নেওয়া এবং সর্বদলীয় ছাত্রঐক্যের সভায় বক্তব্য দিতে গিয়ে তার উদারতা প্রত্যক্ষ করার স্মৃতিও তুলে ধরেন তিনি।
তিনি জানান, “খালেদা জিয়া বলতেন—‘ওকে স্লিপ দিও না, ও বলুক। ওর বক্তব্য শেষ হলে অনেকে চলে যাবে।’ একজন উদার নেত্রীর পক্ষেই এমন কথা বলা সম্ভব।” তিনি আরও বলেন, “আজ তিনি অসুস্থ। আমরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতারা এবং বাউফল উন্নয়ন ফোরামের প্রতিনিধি।
এর আগে ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল পাবলিক মাঠে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, খেলার উদ্বোধন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ঢাকসুর সাবেক জিএস এসএম ফরহাদ। খেলায় প্রধান অতিথি থাকবেন ড. মাসুদ এবং সভাপতিত্ব করবেন ড. আবুল কাসেম।


























