পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে অংশ নিয়ে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। বুধবার দুপুরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল পিয়া, দক্ষিণ মহানগরী সেক্রেটারি আয়েশা পারভীন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার।
লাহোরে গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এই দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া, বাহরাইন, বসনিয়া, মন্টেনিগ্রোসহ ১৭টি দেশের নারী প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন নুরুন্নিসা সিদ্দীকা।
সম্মেলনে আলোচনার বিশেষ আকর্ষণ ছিলেন মালয়েশিয়া থেকে ফ্রিডম ফ্লোটেলা অংশগ্রহণকারী ডা. ফৌজিয়া হাসান, দাতো হাজ্জা মমতাজ, এমডি নাভি মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সম্প্রচারক লরেন বুথ। সমাজ পরিবর্তন, নারীর অধিকার, মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক নারী নেতৃত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয় সম্মেলনে।
এই আন্তর্জাতিক নারী সম্মেলনের আয়োজন করে পাকিস্তান জামায়াতে ইসলামী মহিলা শাখা।




















