ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তিতে জমিয়তের তীব্র নিন্দা: সর্বোচ্চ শাস্তির দাবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন—এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আল্লাহকে নিয়ে কটূক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না। এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম এবং মুসলিম উম্মাহর বিশ্বাসের ওপর সরাসরি আক্রমণ।

নেতৃদ্বয় আরও বলেন, ধর্মবিদ্বেষী বক্তব্য ও অপপ্রচার রোধে সরকারের কঠোর ভূমিকা নেওয়া জরুরি। তা না হলে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তারা সতর্ক করেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে জমিয়ত ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

একই সঙ্গে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করে বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া ও শিক্ষার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে চায় বিএনপি: ইশরাক হোসেন

বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তিতে জমিয়তের তীব্র নিন্দা: সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেট সময় ০৮:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন—এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আল্লাহকে নিয়ে কটূক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না। এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম এবং মুসলিম উম্মাহর বিশ্বাসের ওপর সরাসরি আক্রমণ।

নেতৃদ্বয় আরও বলেন, ধর্মবিদ্বেষী বক্তব্য ও অপপ্রচার রোধে সরকারের কঠোর ভূমিকা নেওয়া জরুরি। তা না হলে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তারা সতর্ক করেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে জমিয়ত ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

একই সঙ্গে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করে বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।