ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের অবস্থান: চিঠি যাচাই চলছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বাংলাদেশের অনুরোধ নিয়ে বর্তমানে ভারতের পক্ষ থেকে যাচাই-বাছাই চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

গত বছরের আগস্টে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তখন বাংলাদেশের সরকার দুই দফায় ভারতকে চিঠি পাঠিয়ে তার প্রত্যর্পণ চেয়েছিল। দীর্ঘদিন কোনো প্রতিক্রিয়া না পাওয়া পর ভারতের পক্ষ থেকে চলতি মাসে তৃতীয়বারের মতো অনুরোধ পাঠানোর পর চিঠি যাচাই-বিষয়ক বক্তব্য প্রকাশিত হলো।

শেখ হাসিনা বর্তমানে ভারতের একটি গোপন আবাসনে অবস্থান করছেন। আগস্টের বিক্ষোভের সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ হাজার হাজার নেতাকর্মীও দেশত্যাগ করেন। বর্তমানে প্রায় ৯৩০ জন পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর ছাত্র-জনতার ওপর সৃষ্ট মানবতাবিরোধী ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের অবস্থান: চিঠি যাচাই চলছে

আপডেট সময় ০৯:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বাংলাদেশের অনুরোধ নিয়ে বর্তমানে ভারতের পক্ষ থেকে যাচাই-বাছাই চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

গত বছরের আগস্টে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তখন বাংলাদেশের সরকার দুই দফায় ভারতকে চিঠি পাঠিয়ে তার প্রত্যর্পণ চেয়েছিল। দীর্ঘদিন কোনো প্রতিক্রিয়া না পাওয়া পর ভারতের পক্ষ থেকে চলতি মাসে তৃতীয়বারের মতো অনুরোধ পাঠানোর পর চিঠি যাচাই-বিষয়ক বক্তব্য প্রকাশিত হলো।

শেখ হাসিনা বর্তমানে ভারতের একটি গোপন আবাসনে অবস্থান করছেন। আগস্টের বিক্ষোভের সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ হাজার হাজার নেতাকর্মীও দেশত্যাগ করেন। বর্তমানে প্রায় ৯৩০ জন পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর ছাত্র-জনতার ওপর সৃষ্ট মানবতাবিরোধী ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।