ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেহেশতের টিকিট বিক্রেতাদের থেকে সতর্ক থাকুন’—নরসিংদীতে নারী সমাবেশে খায়রুল কবির খোকন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

“যারা বেহেশতের টিকেট বিক্রির কথা বলে, দাঁড়িপাল্লার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে—তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ কখনই নিরাপদ নয়। স্বাধীনতাবিরোধী শক্তির ব্যাপারেও সচেতন থাকা জরুরি।”

বুধবার (২৬ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে মহিলাদল আয়োজিত নারী সমাবেশে এসব কথা বলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন

তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার নিশ্চিত করা হবে। নারীর ওপর অন্যায়, অত্যাচার বা নির্যাতন কেউ করতে পারবে না। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কন্যা সন্তান কোনো পরিবারের বোঝা নয়, তারা পরিবারের সম্পদ।”

খোকন আরও বলেন, “বিগত সময়ে তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন—শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করেছিলেন, এসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ডের বিধান দিয়েছেন, যৌতুকবিরোধী আইনসহ বহু কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছিলেন। আগামী দিনেও তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা করবেন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—সাবেক এমপি ও বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপি সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, জেলা মহিলাদল সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ বিভিন্ন নেতাকর্মী।


 

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

বেহেশতের টিকিট বিক্রেতাদের থেকে সতর্ক থাকুন’—নরসিংদীতে নারী সমাবেশে খায়রুল কবির খোকন

আপডেট সময় ১০:২৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

“যারা বেহেশতের টিকেট বিক্রির কথা বলে, দাঁড়িপাল্লার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে—তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ কখনই নিরাপদ নয়। স্বাধীনতাবিরোধী শক্তির ব্যাপারেও সচেতন থাকা জরুরি।”

বুধবার (২৬ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে মহিলাদল আয়োজিত নারী সমাবেশে এসব কথা বলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন

তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার নিশ্চিত করা হবে। নারীর ওপর অন্যায়, অত্যাচার বা নির্যাতন কেউ করতে পারবে না। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কন্যা সন্তান কোনো পরিবারের বোঝা নয়, তারা পরিবারের সম্পদ।”

খোকন আরও বলেন, “বিগত সময়ে তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন—শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করেছিলেন, এসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ডের বিধান দিয়েছেন, যৌতুকবিরোধী আইনসহ বহু কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছিলেন। আগামী দিনেও তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা করবেন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—সাবেক এমপি ও বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপি সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, জেলা মহিলাদল সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ বিভিন্ন নেতাকর্মী।