ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য: প্রশাসনকে “আন্ডারে” আনার আহ্বান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সম্প্রতি এক বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে বলেন, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”

শাহজাহান চৌধুরী আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো ধন-সম্পদ চাননি, ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছেন এবং এলাকার মাটিকে সম্মান করেন। তবে তার প্রশাসনকেন্দ্রিক বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

চট্টগ্রামের জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, ১৩ নভেম্বর এই বক্তব্যটি দেওয়া হয়েছিল। পরে ২২ নভেম্বর চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশেও তিনি এ ধরনের মন্তব্য করেন। কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।


 

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভেঙে ফেলা হয়েছে আওয়ামী লীগের কার্যালয়

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য: প্রশাসনকে “আন্ডারে” আনার আহ্বান

আপডেট সময় ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

 

চট্টগ্রামের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সম্প্রতি এক বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে বলেন, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”

শাহজাহান চৌধুরী আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো ধন-সম্পদ চাননি, ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছেন এবং এলাকার মাটিকে সম্মান করেন। তবে তার প্রশাসনকেন্দ্রিক বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

চট্টগ্রামের জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, ১৩ নভেম্বর এই বক্তব্যটি দেওয়া হয়েছিল। পরে ২২ নভেম্বর চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশেও তিনি এ ধরনের মন্তব্য করেন। কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।