লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সপরিবারে ৪০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
২৬ নভেম্বর বুধবার রাতে উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারের হাট বাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকালে আব্দুল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন জামায়াতের ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ৫ আগস্টের পর থেকে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড আমার ভালো লাগেনি। তাই স্বেচ্ছায় আমার পরিবারসহ ৪০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করছি।”
পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান বলেন, “জামায়াতের নেতাসহ ৪০ জন আমাদের দলের সঙ্গে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাই। এভাবে বিএনপির ভালো কর্মকাণ্ড দেখে আরও অনেকে যোগদান করবেন।”
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।

























