ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ত্যাগ করে ৪০ জনের বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন স্বেচ্ছায় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে জোংড়া ইউনিয়নের সরকারের হাট বাজারে আয়োজিত এক সভায় তিনি সপরিবারে ও সমর্থকসহ মোট ৪০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন।

সবেক জামায়াত নেতা আব্দুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও ৫ আগস্টের পর থেকে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণেই পরিবার ও ঘনিষ্ঠ কর্মীদের নিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু। আরও উপস্থিত ছিলেন জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি নেতারা।

উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান বলেন, জামায়াতের নেতা ও তার অনুসারীসহ মোট ৪০ জন বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি তাদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির ইতিবাচক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আরও অনেকে দলে যোগ দেবেন বলে আশা করছেন।

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু

জামায়াত ত্যাগ করে ৪০ জনের বিএনপিতে যোগদান

আপডেট সময় ১২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন স্বেচ্ছায় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে জোংড়া ইউনিয়নের সরকারের হাট বাজারে আয়োজিত এক সভায় তিনি সপরিবারে ও সমর্থকসহ মোট ৪০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন।

সবেক জামায়াত নেতা আব্দুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও ৫ আগস্টের পর থেকে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণেই পরিবার ও ঘনিষ্ঠ কর্মীদের নিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু। আরও উপস্থিত ছিলেন জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি নেতারা।

উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান বলেন, জামায়াতের নেতা ও তার অনুসারীসহ মোট ৪০ জন বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি তাদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির ইতিবাচক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আরও অনেকে দলে যোগ দেবেন বলে আশা করছেন।