ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন : জামায়াত নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, “আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক একটি সংগঠনী বৈঠকে নেতাটি নিজের প্রভাব ও মর্যাদা তুলে ধরতে গিয়ে এ ধরনের মন্তব্য করেন। সভায় উপস্থিত অনেকেই বক্তব্য শুনে বিব্রতবোধ করেন বলে জানা গেছে। পরে ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়লে সমালোচনা আরও বাড়ে।

ধর্মীয় অনুভূতি ও নেতৃত্বের শালীনতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। কেউ কেউ মন্তব্য করেন, আল্লাহর মর্যাদা নিয়ে এমন তুলনা করা শুধু দৃষ্টিকটু নয়, বরং ধর্মীয়ভাবে গ্রহণযোগ্যও নয়।

এ বিষয়ে জামায়াতের শীর্ষ পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে জানিয়েছেন, দায়িত্বশীল পদে থাকা একজন নেতার মুখে এ ধরনের বক্তব্য অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত।

জনপ্রিয় সংবাদ

হত্যাকারীরা ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ ইসলাম

আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন : জামায়াত নেতা

আপডেট সময় ১২:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, “আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক একটি সংগঠনী বৈঠকে নেতাটি নিজের প্রভাব ও মর্যাদা তুলে ধরতে গিয়ে এ ধরনের মন্তব্য করেন। সভায় উপস্থিত অনেকেই বক্তব্য শুনে বিব্রতবোধ করেন বলে জানা গেছে। পরে ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়লে সমালোচনা আরও বাড়ে।

ধর্মীয় অনুভূতি ও নেতৃত্বের শালীনতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। কেউ কেউ মন্তব্য করেন, আল্লাহর মর্যাদা নিয়ে এমন তুলনা করা শুধু দৃষ্টিকটু নয়, বরং ধর্মীয়ভাবে গ্রহণযোগ্যও নয়।

এ বিষয়ে জামায়াতের শীর্ষ পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে জানিয়েছেন, দায়িত্বশীল পদে থাকা একজন নেতার মুখে এ ধরনের বক্তব্য অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত।