ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৩ আসনে জোটের প্রার্থী হিসেবে সামনে আসছে মামুনুল হকের নাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৯২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) কোন আসন থেকে জাতীয় নির্বাচন করবেন—এ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা-১৩ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

দলীয় ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাওলানা মামুনুল হক তাঁর দীর্ঘদিনের কর্মস্থল মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক ভিত্তি শক্ত হওয়ায় ঢাকা-১৩ আসনকেই চূড়ান্ত করেছেন। তবে তিনি আট দলীয় ইসলামি মোর্চার প্রার্থী হবেন নাকি বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে তাকে মনোনয়ন দেবে—এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। একইসঙ্গে বিএনপির সঙ্গেও আলোচনা চলছে, যদিও দলটি ইতোমধ্যে ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসনে সবুজ সংকেত দিয়েছে।

পাঁচ দফা আন্দোলনে অংশগ্রহণকারী আট দলীয় মোর্চার ভেতরে আসনবিন্যাস নিয়ে আলোচনা চলছে। শেষ মুহূর্তে সমঝোতা না হলে কোনো কোনো দল জোট থেকে সরে দাঁড়াতেও পারে বলে ধারণা করা হচ্ছে।

মামুনুল হক আগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বৃহৎ ইসলামি জোটের পতাকাতলে থেকে নির্বাচন করতে চান তিনি। আদর্শগত বিষয়ে তিনি সমঝোতার চেয়ে নীতিকে অগ্রাধিকার দিতে চান বলেও জানিয়েছেন। যদিও বিএনপি জোটে তাঁর যাওয়ার সম্ভাবনা কম, তবু রাজনীতিতে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, আগে তিনি নিজের কর্মস্থল মোহাম্মদপুরের ঢাকা-১৩ ছাড়াও শৈশবের এলাকা লালবাগের ঢাকা-৭ এবং পারিবারিক শিকড়ের এলাকা বাগেরহাট-১ আসন থেকে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদপুর-ভিত্তিক আসনকেই বেছে নিতে যাচ্ছেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা।

জনপ্রিয় সংবাদ

হত্যাকারীরা ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ ইসলাম

ঢাকা-১৩ আসনে জোটের প্রার্থী হিসেবে সামনে আসছে মামুনুল হকের নাম

আপডেট সময় ০২:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) কোন আসন থেকে জাতীয় নির্বাচন করবেন—এ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা-১৩ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

দলীয় ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাওলানা মামুনুল হক তাঁর দীর্ঘদিনের কর্মস্থল মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক ভিত্তি শক্ত হওয়ায় ঢাকা-১৩ আসনকেই চূড়ান্ত করেছেন। তবে তিনি আট দলীয় ইসলামি মোর্চার প্রার্থী হবেন নাকি বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে তাকে মনোনয়ন দেবে—এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। একইসঙ্গে বিএনপির সঙ্গেও আলোচনা চলছে, যদিও দলটি ইতোমধ্যে ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসনে সবুজ সংকেত দিয়েছে।

পাঁচ দফা আন্দোলনে অংশগ্রহণকারী আট দলীয় মোর্চার ভেতরে আসনবিন্যাস নিয়ে আলোচনা চলছে। শেষ মুহূর্তে সমঝোতা না হলে কোনো কোনো দল জোট থেকে সরে দাঁড়াতেও পারে বলে ধারণা করা হচ্ছে।

মামুনুল হক আগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বৃহৎ ইসলামি জোটের পতাকাতলে থেকে নির্বাচন করতে চান তিনি। আদর্শগত বিষয়ে তিনি সমঝোতার চেয়ে নীতিকে অগ্রাধিকার দিতে চান বলেও জানিয়েছেন। যদিও বিএনপি জোটে তাঁর যাওয়ার সম্ভাবনা কম, তবু রাজনীতিতে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, আগে তিনি নিজের কর্মস্থল মোহাম্মদপুরের ঢাকা-১৩ ছাড়াও শৈশবের এলাকা লালবাগের ঢাকা-৭ এবং পারিবারিক শিকড়ের এলাকা বাগেরহাট-১ আসন থেকে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদপুর-ভিত্তিক আসনকেই বেছে নিতে যাচ্ছেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা।