গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার বাদ ফজর শুরু হতে যাচ্ছে শুরায়ে নেজামের ৫ দিনের জোড় ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) শেষ হবে এ প্রস্তুতিমূলক জামায়াত। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ে নেজাম অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
প্রতিবছরের মতো এবারও বিশ্ব ইজতেমার চার দশক পুরোনো ঐতিহ্য অনুযায়ী মূল ইজতেমার প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হচ্ছে জোড় ইজতেমা। দেশ-বিদেশ থেকে আগত চিল্লাধারী সাথীরা বছরের কাজের হিসাব, দিকনির্দেশনা ও মুরুব্বিদের রাহবারি গ্রহণের সুযোগ পাবেন এখানে। ইতোমধ্যে ময়দানের উত্তর-পূর্ব কোণে টিনশেড মসজিদ এলাকায় শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বিরা ও বিভিন্ন দেশের সাথীরা জমায়েত হতে শুরু করেছেন। বিশেষ মিম্বারে বসেই মুরুব্বিরা রাখবেন দিকনির্দেশনামূলক বয়ান।
এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ জানিয়েছেন, জোড় ইজতেমা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
এর আগে গত ৭–১১ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় ৫ দিনের জোড় ইজতেমা সম্পন্ন করেন মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারি মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।




















