ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিবের ‘বাউল মন্তব্যে সমর্থন’ অভিযোগে পদত্যাগ করলেন ওলামা দলের নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান পদত্যাগ করেছেন। বাউল আবুল সরকারের বিতর্কিত বক্তব্যের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘পরোক্ষ সমর্থন’ দিয়েছেন—এ অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ভণ্ড বাউলের বক্তব্যকে প্রশ্রয় দেওয়ায় তিনি ওলামা দলে আর থাকতে পারছেন না। বিবৃতিতে তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে ইসলামের বিপরীতে দাঁড় করানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।

তিনি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, এ ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে।

পদত্যাগ প্রসঙ্গে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, মহাসচিবের অবস্থান তাকে মর্মাহত করেছে। তাই তিনি স্বেচ্ছায় সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বিষয়টি ফেসবুক পোস্ট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

বিএনপি মহাসচিবের ‘বাউল মন্তব্যে সমর্থন’ অভিযোগে পদত্যাগ করলেন ওলামা দলের নেতা

আপডেট সময় ০৭:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান পদত্যাগ করেছেন। বাউল আবুল সরকারের বিতর্কিত বক্তব্যের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘পরোক্ষ সমর্থন’ দিয়েছেন—এ অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ভণ্ড বাউলের বক্তব্যকে প্রশ্রয় দেওয়ায় তিনি ওলামা দলে আর থাকতে পারছেন না। বিবৃতিতে তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে ইসলামের বিপরীতে দাঁড় করানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।

তিনি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, এ ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে।

পদত্যাগ প্রসঙ্গে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, মহাসচিবের অবস্থান তাকে মর্মাহত করেছে। তাই তিনি স্বেচ্ছায় সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বিষয়টি ফেসবুক পোস্ট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন।