ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শপথ নেবেন কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দুই দিনব্যাপী বার্ষিক অধিবেশন আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের কার্যক্রম।

উদ্বোধনী অধিবেশনেই ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মজলিসে শূরা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি শপথ নেবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতারা এবং শূরা সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, রুকনদের ভোটে নির্বাচিত হয়ে গত ১ নভেম্বর টানা তৃতীয়বারের মতো আমির পদে দায়িত্ব পান ডা. শফিকুর রহমান। ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর থেকে শহীদ হাদির লাশ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন

জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শপথ নেবেন কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে

আপডেট সময় ০৮:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দুই দিনব্যাপী বার্ষিক অধিবেশন আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের কার্যক্রম।

উদ্বোধনী অধিবেশনেই ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মজলিসে শূরা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি শপথ নেবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতারা এবং শূরা সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, রুকনদের ভোটে নির্বাচিত হয়ে গত ১ নভেম্বর টানা তৃতীয়বারের মতো আমির পদে দায়িত্ব পান ডা. শফিকুর রহমান। ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।