ব্রাহ্মণবাড়িয়ার শহরের কান্দিপাড়া মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপ এবং লায়ন শাকিল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে টুটুল ও শিহাব চিকিৎসাধীন রয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, দিলীপ গ্রুপের লোকজন এলাকায় অবস্থান করার সময় শাকিল গ্রুপের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন আহত হন। আধিপত্যের বাইরে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।



















