ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলের তোড়া গুলশান অফিসে পৌঁছাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তোড়াগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলের তোড়া গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে। মাল্টিপল জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তাই চিকিৎসায় ঝুঁকি থেকেই যাচ্ছে। বিভিন্ন পরীক্ষার ফলেও পাওয়া গেছে ভালো ও খারাপ—দুই ধরনের রিপোর্ট।

 

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলের তোড়া গুলশান অফিসে পৌঁছাল

আপডেট সময় ০৯:২৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তোড়াগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলের তোড়া গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে। মাল্টিপল জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তাই চিকিৎসায় ঝুঁকি থেকেই যাচ্ছে। বিভিন্ন পরীক্ষার ফলেও পাওয়া গেছে ভালো ও খারাপ—দুই ধরনের রিপোর্ট।