ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা কাজ করবেন। তিনি সতর্ক করেন, যারা দেশের নেতৃত্বে থাকাকালীন দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন, তাদের হাতে দেশের নেতৃত্ব দেওয়া যায় না।
জয়নুল আবেদীন বলেন, ৫ আগস্ট পরবর্তী যারা ‘১৭ বছরের ক্ষুধার্ত’ দাবি করে দুর্নীতি, অনিয়ম, অত্যাচার ও সন্ত্রাস চালাচ্ছে, তাদের ভোটের মাধ্যমে বয়কট করা উচিত। তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৪ এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত হবে এবং তারা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শহর পাবেন।
পদযাত্রা অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন থানা আমির, সেক্রেটারি এবং দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলী উত্তর থানা আমির আব্দুর রহিম, এবং পরিচালনা করেন কদমতলী মধ্য থানা আমির মো. মহিউদ্দিন।


























