ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমান টানা তৃতীয়বার জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

টানা তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামী’র আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান প্রথমবার ২০১৯ সালের ১২ নভেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ৩১ অক্টোবর জামায়াতের আমীর নির্বাচিত হন। চিকিৎসা পেশায় যুক্ত থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। শুরুতে জাসদ ছাত্রলীগে যুক্ত থাকার পর ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমীরের দায়িত্বও পালন করেছেন।

গত ২ নভেম্বর জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। দলটির ইতিহাসে এর আগে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতে ইসলামী’র গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তিন বছরের জন্য আমীর নির্বাচন করেন। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি নিশ্চিত করতে হয়।


 

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

ডা. শফিকুর রহমান টানা তৃতীয়বার জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন

আপডেট সময় ০৭:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

টানা তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামী’র আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান প্রথমবার ২০১৯ সালের ১২ নভেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ৩১ অক্টোবর জামায়াতের আমীর নির্বাচিত হন। চিকিৎসা পেশায় যুক্ত থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। শুরুতে জাসদ ছাত্রলীগে যুক্ত থাকার পর ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমীরের দায়িত্বও পালন করেছেন।

গত ২ নভেম্বর জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। দলটির ইতিহাসে এর আগে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতে ইসলামী’র গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তিন বছরের জন্য আমীর নির্বাচন করেন। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি নিশ্চিত করতে হয়।