ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“এমপি হতে পারলে অনিয়ম আর মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব”—শরিফ ওসমান হাদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সেই প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীতে ভ্যান র‍্যালি করেন তিনি।

মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি পুরানা পল্টন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে বক্তব্য রাখতে গিয়ে ওসমান হাদি বলেন, “আমি যদি এমপি হতে পারি, ইনশাআল্লাহ অনিয়ম, চাঁদাবাজি বা মাফিয়াতন্ত্রে জড়িত যে কেউ—সে হেভিওয়েট, কম হেভিওয়েট বা স্থানীয় মাস্তান যা-ই হোক—তার বিরুদ্ধে কড়া অবস্থান নেব।” তিনি দাবি করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে পুরো দেশের ৩০০ আসনে তাদের সমর্থকেরা পরিবর্তনের পক্ষে কাজ করবে।

তিনি আরও জানান, যে লিফলেট প্রচারণায় ব্যবহৃত হয়েছে তা ব্যক্তিগত অর্থে নয়; শহীদ পরিবারের সদস্যরা নিজেরা ডিজাইন সংগ্রহ করে তা ছাপিয়ে দিয়েছেন। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় শাহবাগে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর ঢাকা’। সেখানে জাতীয় কবির গানসহ জুলাই আন্দোলনের জনপ্রিয় গান পরিবেশন করা হবে। তিনি জানান, ‘বাংলাদেশ রিভেঞ্জ’ ব্যান্ড কোনো পারিশ্রমিক ছাড়াই ভালোবাসা থেকে এতে অংশ নিচ্ছে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর করণীয় সম্পর্কে তিনি বলেন, তাদের টিম ইতোমধ্যে পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের কাছ থেকে ইশতেহারের প্রস্তাব সংগ্রহ করছে। এসব প্রস্তাব গবেষণা টিম সাজিয়ে জনদাবির ভিত্তিতে সমাধানের খসড়া তৈরি করছে, যা পরে ভোটারদের সামনে উপস্থাপন করা হবে।

ঢাকা-৮ এ মানুষের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজধানীর বহু অনিয়ম, দখলদারি ও চাঁদাবাজির কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ এলাকা—যেখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ন্যায়, জবাবদিহি ও সুশাসনের ভিত্তিতে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলাই হবে তার প্রথম কাজ।

প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।


 

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

“এমপি হতে পারলে অনিয়ম আর মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব”—শরিফ ওসমান হাদি

আপডেট সময় ০৭:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সেই প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীতে ভ্যান র‍্যালি করেন তিনি।

মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি পুরানা পল্টন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে বক্তব্য রাখতে গিয়ে ওসমান হাদি বলেন, “আমি যদি এমপি হতে পারি, ইনশাআল্লাহ অনিয়ম, চাঁদাবাজি বা মাফিয়াতন্ত্রে জড়িত যে কেউ—সে হেভিওয়েট, কম হেভিওয়েট বা স্থানীয় মাস্তান যা-ই হোক—তার বিরুদ্ধে কড়া অবস্থান নেব।” তিনি দাবি করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে পুরো দেশের ৩০০ আসনে তাদের সমর্থকেরা পরিবর্তনের পক্ষে কাজ করবে।

তিনি আরও জানান, যে লিফলেট প্রচারণায় ব্যবহৃত হয়েছে তা ব্যক্তিগত অর্থে নয়; শহীদ পরিবারের সদস্যরা নিজেরা ডিজাইন সংগ্রহ করে তা ছাপিয়ে দিয়েছেন। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় শাহবাগে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর ঢাকা’। সেখানে জাতীয় কবির গানসহ জুলাই আন্দোলনের জনপ্রিয় গান পরিবেশন করা হবে। তিনি জানান, ‘বাংলাদেশ রিভেঞ্জ’ ব্যান্ড কোনো পারিশ্রমিক ছাড়াই ভালোবাসা থেকে এতে অংশ নিচ্ছে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর করণীয় সম্পর্কে তিনি বলেন, তাদের টিম ইতোমধ্যে পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের কাছ থেকে ইশতেহারের প্রস্তাব সংগ্রহ করছে। এসব প্রস্তাব গবেষণা টিম সাজিয়ে জনদাবির ভিত্তিতে সমাধানের খসড়া তৈরি করছে, যা পরে ভোটারদের সামনে উপস্থাপন করা হবে।

ঢাকা-৮ এ মানুষের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজধানীর বহু অনিয়ম, দখলদারি ও চাঁদাবাজির কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ এলাকা—যেখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ন্যায়, জবাবদিহি ও সুশাসনের ভিত্তিতে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলাই হবে তার প্রথম কাজ।

প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।