রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার মানুষের জন্য বিএনপির উদ্যোগে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
গত ২৫ নভেম্বর কড়াইল বস্তির আগুনে ঘরহারা মানুষের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ক্যাম্প আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম শুক্রবার কড়াইল মসজিদের গলিতে চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি, হৃদরোগসহ সব বিভাগ থেকেই চিকিৎসকরা উপস্থিত ছিলেন। দুই দিনে মোট প্রায় তিন হাজার রোগী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
শুক্রবার একদিনেই প্রায় ১,৬০০ রোগী সর্দি, জ্বর, কাশি, দগ্ধজনিত আঘাত ও অন্যান্য সমস্যা নিয়ে চিকিৎসা নেন।
ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আব্দুল্লাহ, সার্জন ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. শরিফ, ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিমসহ আরও অনেকে।
স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
হেলথ ক্যাম্প শুরুর আগে কড়াইল জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া চান ডা. রফিকুল ইসলাম।




















