ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগে শিবির সভাপতির হুঁশিয়ারি: ‘দিল্লি–পিন্ডি–লন্ডন থেকে বাংলাদেশ চালানোর স্বপ্ন দিবাস্বপ্ন’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

মহিলা জামায়াত ও ছাত্রী সংগঠনের নারী সদস্যদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের আচরণ “আগুন নিয়ে খেলা”র সামিল, এবং যারা আগুন নিয়ে খেলে তাদের পরিণতি অতীতেও ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে ঢাকা–১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামানের উদ্যোগে আয়োজিত যুব–ছাত্র, নাগরিক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, আধিপত্যবাদমুক্ত, স্বৈরাচারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশই তাদের স্বপ্ন। তবে বারবার ত্যাগ–কোরবানির পরও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের জুলাই–আগস্টের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, “অতীতের ফ্যাসিবাদী শক্তি” আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।

তিনি দাবি করেন, গত দেড় বছরে বিএনপির হাতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। এ সময় তিনি দলটিকে নির্বাচনের আগে ক্ষমতা দখলের মানসিকতায় অভিযুক্ত করেন এবং নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের চ্যালেঞ্জ ছুড়ে দেন।

‘বিদেশ থেকে বাংলাদেশ পরিচালনা’র প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, দিল্লি, পিন্ডি বা লন্ডনে বসে দেশ পরিচালনার স্বপ্ন দেখলে তা “দিবাস্বপ্ন” হবে। দেশের রাজনীতি করতে হলে দেশে এসে জনগণের সঙ্গে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭৭ সাল থেকে শিবিরের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, শত শত কর্মী গুম–খুনের শিকার হয়েছে, বহুজন পঙ্গু হয়েছে। সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত ‘আয়নাঘর’গুলোর প্রসঙ্গ এনে তিনি দাবি করেন, সাতজন শিবির কর্মীর এখনও হদিস মেলেনি। তিনি সরকারকে দ্রুত খোঁজ দেওয়ার আহ্বান জানান।

অতীতে শিবিরকে নিষিদ্ধ করার চেষ্টা করা শক্তিগুলোই জনগণের আদালতে পরাজিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভয় দেখিয়ে শিবিরকে থামানো যাবে না।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নারী সদস্যদের ওপর হামলার অভিযোগ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোরআন শিক্ষা ও তালিমের ওপর হামলা চালানো অত্যন্ত লজ্জাজনক ও বিপজ্জনক। এটি আগুন নিয়ে খেলার মতো, এবং এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: ডেইলি ক্যাম্পাস

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগে শিবির সভাপতির হুঁশিয়ারি: ‘দিল্লি–পিন্ডি–লন্ডন থেকে বাংলাদেশ চালানোর স্বপ্ন দিবাস্বপ্ন’

আপডেট সময় ১০:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

মহিলা জামায়াত ও ছাত্রী সংগঠনের নারী সদস্যদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের আচরণ “আগুন নিয়ে খেলা”র সামিল, এবং যারা আগুন নিয়ে খেলে তাদের পরিণতি অতীতেও ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে ঢাকা–১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামানের উদ্যোগে আয়োজিত যুব–ছাত্র, নাগরিক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, আধিপত্যবাদমুক্ত, স্বৈরাচারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশই তাদের স্বপ্ন। তবে বারবার ত্যাগ–কোরবানির পরও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের জুলাই–আগস্টের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, “অতীতের ফ্যাসিবাদী শক্তি” আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।

তিনি দাবি করেন, গত দেড় বছরে বিএনপির হাতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। এ সময় তিনি দলটিকে নির্বাচনের আগে ক্ষমতা দখলের মানসিকতায় অভিযুক্ত করেন এবং নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের চ্যালেঞ্জ ছুড়ে দেন।

‘বিদেশ থেকে বাংলাদেশ পরিচালনা’র প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, দিল্লি, পিন্ডি বা লন্ডনে বসে দেশ পরিচালনার স্বপ্ন দেখলে তা “দিবাস্বপ্ন” হবে। দেশের রাজনীতি করতে হলে দেশে এসে জনগণের সঙ্গে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭৭ সাল থেকে শিবিরের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, শত শত কর্মী গুম–খুনের শিকার হয়েছে, বহুজন পঙ্গু হয়েছে। সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত ‘আয়নাঘর’গুলোর প্রসঙ্গ এনে তিনি দাবি করেন, সাতজন শিবির কর্মীর এখনও হদিস মেলেনি। তিনি সরকারকে দ্রুত খোঁজ দেওয়ার আহ্বান জানান।

অতীতে শিবিরকে নিষিদ্ধ করার চেষ্টা করা শক্তিগুলোই জনগণের আদালতে পরাজিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভয় দেখিয়ে শিবিরকে থামানো যাবে না।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নারী সদস্যদের ওপর হামলার অভিযোগ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোরআন শিক্ষা ও তালিমের ওপর হামলা চালানো অত্যন্ত লজ্জাজনক ও বিপজ্জনক। এটি আগুন নিয়ে খেলার মতো, এবং এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: ডেইলি ক্যাম্পাস