ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে অংশ নেন শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের পূর্বে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা গণদাবি দ্রুত মেনে নেওয়া জরুরি। এ বিষয়ে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

বৈঠকে আন্দোলনরত আট দলের পূর্বঘোষিত সাত বিভাগীয় শহরের সমাবেশ সফল করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাবেশগুলোকে সফল করে তোলার আহ্বান জানানো হয়।
নেতারা আশা প্রকাশ করেন—ঘোষিত সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম হবে।

জনপ্রিয় সংবাদ

আইন লঙ্ঘন করে সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ নিয়ে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে অংশ নেন শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের পূর্বে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা গণদাবি দ্রুত মেনে নেওয়া জরুরি। এ বিষয়ে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

বৈঠকে আন্দোলনরত আট দলের পূর্বঘোষিত সাত বিভাগীয় শহরের সমাবেশ সফল করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাবেশগুলোকে সফল করে তোলার আহ্বান জানানো হয়।
নেতারা আশা প্রকাশ করেন—ঘোষিত সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম হবে।