ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা গালিব খালেদা জিয়ার সুস্থতা কামনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তাকে সুস্থতা দান করেন।

ড. গালিব বলেন, এরশাদের সামরিক শাসন পরবর্তী সময়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে দুইজন নেত্রী ছিলেন। খালেদা জিয়া কখনো নিজের অবস্থান বা মর্যাদা হারিয়ে অন্য কারও নিচুতায় নামেননি। তিনি ক্ষমতায় থাকার জন্য কোনো অবস্থাতেই ভারতের আধিপত্যবাদে আত্মসমর্পণ করেননি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ইসলামোফোব বা সেকুলারদের গালির ভয়ে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হতে ভয় পাননি। তার জীবনের বড় সময়টাই কেটেছে ক্ষমতার বাইরে থেকে, ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে। কিন্তু তিনি জালিম হওয়ার চেয়ে মজলুম থাকাকে মূল্য দিয়েছিলেন; ক্ষমতার দম্ভের চেয়ে মানুষের হৃদয়ের ভালোবাসাকে বড় মনে করেছেন। এটি খালেদা জিয়ার সবচেয়ে বড় উদাহরণ। তিনি অনেকদিনই দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস থাকবেন।

ড. গালিব শেষ করেন, আল্লাহ যেন খালেদা জিয়ার ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন।


 

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা গালিব খালেদা জিয়ার সুস্থতা কামনা

আপডেট সময় ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তাকে সুস্থতা দান করেন।

ড. গালিব বলেন, এরশাদের সামরিক শাসন পরবর্তী সময়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে দুইজন নেত্রী ছিলেন। খালেদা জিয়া কখনো নিজের অবস্থান বা মর্যাদা হারিয়ে অন্য কারও নিচুতায় নামেননি। তিনি ক্ষমতায় থাকার জন্য কোনো অবস্থাতেই ভারতের আধিপত্যবাদে আত্মসমর্পণ করেননি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ইসলামোফোব বা সেকুলারদের গালির ভয়ে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হতে ভয় পাননি। তার জীবনের বড় সময়টাই কেটেছে ক্ষমতার বাইরে থেকে, ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে। কিন্তু তিনি জালিম হওয়ার চেয়ে মজলুম থাকাকে মূল্য দিয়েছিলেন; ক্ষমতার দম্ভের চেয়ে মানুষের হৃদয়ের ভালোবাসাকে বড় মনে করেছেন। এটি খালেদা জিয়ার সবচেয়ে বড় উদাহরণ। তিনি অনেকদিনই দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস থাকবেন।

ড. গালিব শেষ করেন, আল্লাহ যেন খালেদা জিয়ার ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন।