বেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে সারাদেশে উদ্বেগ বেড়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেন, ‘বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারো সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। রবিবার রাত আটটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।




















