বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, কারাগারে থাকাকালীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পর্যাপ্ত চিকিৎসা পাননি। তাঁর দাবি, “যে মানুষটি সুস্থভাবে পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন, তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কেন? আমরা সন্দেহ করি, তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে।”
শনিবার সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব অভিযোগ করেন।
রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির পেছনে কোনো ‘জটিল কারণ’ বা ‘সুনির্দিষ্ট কৃতকর্ম’ আছে কিনা তা জনসমক্ষে স্পষ্ট হওয়া প্রয়োজন।
তিনি বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি—সেই দেশনেত্রী আজ হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন।”
কারাগারে খালেদা জিয়ার সময়কার স্মৃতিচারণ করে রুমিন বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রীকে কারাগারে পাঠালেন, প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত থেকেছি, কারাগারেও গিয়েছি। তখন তাকে কখনো এত অসুস্থ দেখিনি।”
রুমিন ফারহানা দোয়া মাহফিলে আরও বলেন, “আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এবং দেশ ও দলের দায়িত্ব পালনে আবারও সক্ষম করে তোলেন।”




















