রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (২৯ নভেম্বর) সকালে তাঁকে দেখতে এসে রাজনৈতিক নেতাদের অনেকে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ দাবি করেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, “যার কারণে তার আজ এই পরিণতি হয়েছে—একটা ক্লিনিক্যাল অপারেশন, মেডিক্যাল অত্যাচারের মধ্য দিয়ে তিনি গিয়েছেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন তাকে সেই বিচার দেখে যেতে দেন।”
হাসনাত আরও বলেন, “খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাকে সুস্থ করে দিন। দেশ এখন গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে—সেটা তিনি যেন নিজে চোখে দেখে যেতে পারেন।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তাঁর ভাষায়, “আমরা শুনেছি, যদি কোনো ডাক্তার তাকে দেখতে যেতেন, তাকেও নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হতো।”
এদিকে বিএনপির সহযোগী রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, “দলমত–মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ ও গণতন্ত্রের জন্য লড়েছেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক বিভাজন ভুলে সবাই তার জন্য দোয়া করবেন—এটাই সময়ের দাবি।”
এভারকেয়ার হাসপাতাল সূত্র বলছে, খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।




















