ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুযায়ী, গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক থাকা অবস্থায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) রাতে এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন এবং কাশিমপুর কারাগার-২ এ তিনি নিরাপদে রয়েছেন। এই বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবরটি পুরোপুরি গুজব। তিনি কারাগারে সুস্থ আছেন।”

এর আগে, ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয় যে সাবেক বিচারপতি মানিক কাশিমপুর কারাগারে মারা গেছেন। মুহূর্তের মধ্যেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই সময় সীমান্তে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং জনসাধারণকে যাচাই-বাছাই না করে এমন সংবেদনশীল তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

কাশিমপুর কারাগারে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

আপডেট সময় ০৮:৩৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুযায়ী, গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক থাকা অবস্থায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) রাতে এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন এবং কাশিমপুর কারাগার-২ এ তিনি নিরাপদে রয়েছেন। এই বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবরটি পুরোপুরি গুজব। তিনি কারাগারে সুস্থ আছেন।”

এর আগে, ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয় যে সাবেক বিচারপতি মানিক কাশিমপুর কারাগারে মারা গেছেন। মুহূর্তের মধ্যেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই সময় সীমান্তে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং জনসাধারণকে যাচাই-বাছাই না করে এমন সংবেদনশীল তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে।