ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকসু ভিপি সাদিক কায়েম: ‘লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ চালানো যাবে না’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ঢাকসু) ভাইস–প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, ‘লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে কেউ দেশ চালাতে পারবে না। দেশের মাটি ও মানুষের নেতা হয়েই বাংলাদেশ পরিচালনা করতে হবে।’ শনিবার (২৯ নভেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ভিপি কায়েম বলেন, ‘অতীতে ভারত আমাদের ওপর অনেক জুলুম-নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।’

তিনি আরও বলেন, ‘একইভাবে কেউ লন্ডনে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, এটাও আর চলবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ।’

সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘আর সীমান্তে হত্যা চলবে না। একটি লাশ পড়লে ১৮ কোটি মানুষ প্রতিবাদে নামবে। অতীতের সীমান্ত হত্যারও বিচার হবে।’

সাদিক কায়েম অভিযোগ করেন যে, পূর্ববর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। ‘নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। জনগণের হাতে ক্ষমতা থাকবে,’—বলেন তিনি।

তিনি দাবি করেন, জুলাই বিপ্লব তরুণদের মধ্যে নতুন একটি প্রজন্ম তৈরি করেছে, যারা ইনসাফ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। ‘ঢাকসু, রাকসু, জাকসু ও চাকসুর নির্বাচন তার প্রমাণ। আসন্ন জাতীয় নির্বাচনে ইনসাফের প্রার্থীরা ভূমিধ্বস বিজয় পেয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র হামলা চালালে জবাব দেবে ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ

ঢাকসু ভিপি সাদিক কায়েম: ‘লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ চালানো যাবে না’

আপডেট সময় ০৪:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ঢাকসু) ভাইস–প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, ‘লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে কেউ দেশ চালাতে পারবে না। দেশের মাটি ও মানুষের নেতা হয়েই বাংলাদেশ পরিচালনা করতে হবে।’ শনিবার (২৯ নভেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ভিপি কায়েম বলেন, ‘অতীতে ভারত আমাদের ওপর অনেক জুলুম-নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।’

তিনি আরও বলেন, ‘একইভাবে কেউ লন্ডনে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, এটাও আর চলবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ।’

সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘আর সীমান্তে হত্যা চলবে না। একটি লাশ পড়লে ১৮ কোটি মানুষ প্রতিবাদে নামবে। অতীতের সীমান্ত হত্যারও বিচার হবে।’

সাদিক কায়েম অভিযোগ করেন যে, পূর্ববর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। ‘নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। জনগণের হাতে ক্ষমতা থাকবে,’—বলেন তিনি।

তিনি দাবি করেন, জুলাই বিপ্লব তরুণদের মধ্যে নতুন একটি প্রজন্ম তৈরি করেছে, যারা ইনসাফ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। ‘ঢাকসু, রাকসু, জাকসু ও চাকসুর নির্বাচন তার প্রমাণ। আসন্ন জাতীয় নির্বাচনে ইনসাফের প্রার্থীরা ভূমিধ্বস বিজয় পেয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।