ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতিতে ন্যায্যতা না থাকলে সমাজে অবিচার চলবে’—বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতি যদি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সমাজে অবিচার অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন সব শ্রেণির মানুষ—গরিব থেকে ধনী পর্যন্ত। কিন্তু ন্যায্যতা নিশ্চিত না হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী ও উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবিচার দূর করার মূল দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। অনুষ্ঠানে ‘অর্থনীতিতে ন্যায্যতা’ বিষয়ে আলোচনা করেন দলের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. সফিউল্লাহ।

শফিকুর রহমান বলেন, ‘ট্যাক্স ব্যবস্থা এমন যে একজন ভিক্ষুকও কর দেয়, আবার কোটি টাকার মালিকও দেয়। ভিক্ষুক যা আয় করেন, দিনের শেষে দোকান থেকে কিছু কিনলেই তিনি কর পরিশোধ করেন। নবজাতকের প্রয়োজনীয় জিনিস কিনলেও ট্যাক্স দিতে হয়—অর্থাৎ জন্মের মুহূর্ত থেকেই তাকে করের সঙ্গে সম্পর্কিত হতে হয়। বিদেশি ঋণের বোঝাও সবার ওপর সমানভাবে চাপ সৃষ্টি করে। তাই প্রশ্ন হলো—এই দায়িত্ব কে নেবে? এটি সমাজ ও সরকারের যৌথ দায়িত্ব।’

১৮ কোটি মানুষের দেশে পরিকল্পনার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা থাকলে জনসংখ্যাকে সম্পদে পরিণত করা সম্ভব। আর পরিকল্পনা না থাকলে জনসংখ্যা যতই কম হোক, উন্নয়ন সম্ভব নয়।

দুর্নীতি, চাঁদাবাজি ও অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ব্যবসায়ীরা সামর্থ্য থাকা সত্ত্বেও নতুন উদ্যোগ নিতে সাহস পাচ্ছেন না; বরং বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন।

বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের উদাহরণ তুলে তিনি বলেন, ‘তাঁরা জানতে চান—এখানে কি স্থিতিশীলতা থাকবে, বিনিয়োগ নিরাপদ থাকবে? বর্তমানে বাংলাদেশে সে আস্থার পরিবেশ নেই। লালফিতার দৌরাত্ম্যও তাঁদের বিনিয়োগে নিরুৎসাহিত করছে।’

 

জনপ্রিয় সংবাদ

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের সহযোগী কবির আটক

অর্থনীতিতে ন্যায্যতা না থাকলে সমাজে অবিচার চলবে’—বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান

আপডেট সময় ০৫:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

দেশের অর্থনীতি যদি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সমাজে অবিচার অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন সব শ্রেণির মানুষ—গরিব থেকে ধনী পর্যন্ত। কিন্তু ন্যায্যতা নিশ্চিত না হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী ও উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবিচার দূর করার মূল দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। অনুষ্ঠানে ‘অর্থনীতিতে ন্যায্যতা’ বিষয়ে আলোচনা করেন দলের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. সফিউল্লাহ।

শফিকুর রহমান বলেন, ‘ট্যাক্স ব্যবস্থা এমন যে একজন ভিক্ষুকও কর দেয়, আবার কোটি টাকার মালিকও দেয়। ভিক্ষুক যা আয় করেন, দিনের শেষে দোকান থেকে কিছু কিনলেই তিনি কর পরিশোধ করেন। নবজাতকের প্রয়োজনীয় জিনিস কিনলেও ট্যাক্স দিতে হয়—অর্থাৎ জন্মের মুহূর্ত থেকেই তাকে করের সঙ্গে সম্পর্কিত হতে হয়। বিদেশি ঋণের বোঝাও সবার ওপর সমানভাবে চাপ সৃষ্টি করে। তাই প্রশ্ন হলো—এই দায়িত্ব কে নেবে? এটি সমাজ ও সরকারের যৌথ দায়িত্ব।’

১৮ কোটি মানুষের দেশে পরিকল্পনার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা থাকলে জনসংখ্যাকে সম্পদে পরিণত করা সম্ভব। আর পরিকল্পনা না থাকলে জনসংখ্যা যতই কম হোক, উন্নয়ন সম্ভব নয়।

দুর্নীতি, চাঁদাবাজি ও অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ব্যবসায়ীরা সামর্থ্য থাকা সত্ত্বেও নতুন উদ্যোগ নিতে সাহস পাচ্ছেন না; বরং বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন।

বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের উদাহরণ তুলে তিনি বলেন, ‘তাঁরা জানতে চান—এখানে কি স্থিতিশীলতা থাকবে, বিনিয়োগ নিরাপদ থাকবে? বর্তমানে বাংলাদেশে সে আস্থার পরিবেশ নেই। লালফিতার দৌরাত্ম্যও তাঁদের বিনিয়োগে নিরুৎসাহিত করছে।’