বগুড়ায় এস এম সামিউল ইসলাম নাহিদ নামে এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনা ছড়িয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
অভিযুক্ত এস এম সামিউল ইসলাম নাহিদ সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে তাকে ইয়াবা সেবনে সহায়তা করছেন আরেকজন ব্যক্তি। তবে সহায়তাকারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান, ভিডিওটি তিনি দেখেছেন এবং নাহিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মন্তব্য জানতে নাহিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে মাদক সেবন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যাখ্যা করতে হবে এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা জমা দিতে হবে।


























