কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মান্নান ভূঁইয়াকে অস্ত্র জব্দসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে সাহাপুর গ্রামের পশ্চিম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছে।
তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হক জানান, যৌথবাহিনী অভিযানের সময় মান্নান ভূঁইয়ার বাড়ির বাথরুমের ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। এছাড়া তার ঘর থেকে ২ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা দায়ের করে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে গ্রেপ্তার বিএনপি নেতার স্ত্রী হাজেরা খাতুন দাবি করেছেন, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের মামলা-সংক্রান্ত বিরোধের কারণে পরিকল্পিতভাবে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায়বিচার প্রত্যাশা করেন।


























