বিজয়ের মাসকে আরও অর্থবহ করতে বিএনপি ঘোষণা করেছে মাসব্যাপী জাতীয় কর্মসূচি। ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হবে সারা দেশের ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।
মশালটি বহন করবেন একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাইযোদ্ধা—যা ১৯৭১ ও ২০২৪–এর দুই বিজয়ের প্রতীক। চট্টগ্রাম থেকে শুরু হয়ে মশাল পৌঁছাবে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর হয়ে ১৬ ডিসেম্বর ঢাকায়।
রোডশোতে থাকবে—
• মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান পরিদর্শন
• জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক পরিবেশনা
• শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের অংশ প্রচার
• বিএনপির ৩১ দফা ‘নিরাপদ-সমৃদ্ধ-গণতান্ত্রিক বাংলাদেশ’ কর্মসূচি উপস্থাপন
বিজয়ের মাসে এই বিশেষ আয়োজন শেষ হবে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ের মহাসমাবেশে।
এবারের বিজয় দিবসের প্রত্যয়—
শহীদদের স্বপ্নের বাংলাদেশ পুনর্গঠন, আর সামনে জাতীয় নির্বাচন—ই-ই সেই বড় সুযোগ।




















