বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির শুরুতে ছাত্রদলের নেতারা পবিত্র কুরআন তিলাওয়াত ও খতম পরিচালনা করেন। পরে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঢাবি ছাত্রদলের নেতারা বলেন,
“ম্যাডাম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে তিনি দেশবাসীর আশা ও অনুপ্রেরণার প্রতীক। তাঁর সুস্থতার জন্য ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে দোয়া করছে।”
এসময় তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ছাত্রনেতারা আরও বলেন, বর্তমান সংকটপূর্ণ মুহূর্তে তাঁর সুস্থতা শুধু দল নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় একাত্মতা প্রকাশ করেন।




















