বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় কুরআন হাতে দোয়া করতে গিয়েছেন ভাইরাল সিদ্দিক। রবিবার সকাল হতেই তাকে কুরআন হাতে দেখা যায় এভার কেয়ার হাসপাতালের সামনে। খালেদা জিয়ার জন্য দোয়া করতে আসেন তিনি।
ভিডিওতে দেখা যায়, সিদ্দিক হাতে পবিত্র কুরআন ধরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে দোয়া করছেন। তাঁর এই দৃশ্য অনেকে ‘ভক্তি ও মানবিকতার নিদর্শন’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিএনপি–সমর্থিত বহু ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ম্যাডামের জন্য এমন আন্তরিক দোয়া আজ সারা দেশের মানুষের মনে প্রতিফলিত হচ্ছে।”
স্থানীয় বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতালে গিয়ে দোয়া, তিলাওয়াত ও মোনাজাতে অংশ নিচ্ছেন। সিদ্দিকও ব্যক্তিগত উদ্যোগে সেখানে গিয়ে কুরআন হাতে দাঁড়িয়ে দোয়া করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এখনও সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তাঁর শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিসসহ বিশেষায়িত চিকিৎসা চলছে। তাঁর সুস্থতার জন্য দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে।




















