ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগের মধ্যেও সবসময় নিয়মিত যোগাযোগ রাখছেন। যখন পরিস্থিতি উপযুক্ত হবে, তখনই তিনি দেশে ফিরবেন বলেও জানান রিজভী।

রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় রিজভী আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা ভিড় না করার আহ্বান জানান। তিনি বলেন—
“সেখানে আরও অনেক রোগী আছেন। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।

রিজভী আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। বিদেশে নেওয়ার বিষয়ে চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
“আশা করি দ্রুতই সেরে উঠবেন,” বলেন তিনি।

ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিএনপির যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী

আপডেট সময় ০৩:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগের মধ্যেও সবসময় নিয়মিত যোগাযোগ রাখছেন। যখন পরিস্থিতি উপযুক্ত হবে, তখনই তিনি দেশে ফিরবেন বলেও জানান রিজভী।

রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় রিজভী আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা ভিড় না করার আহ্বান জানান। তিনি বলেন—
“সেখানে আরও অনেক রোগী আছেন। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।

রিজভী আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। বিদেশে নেওয়ার বিষয়ে চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
“আশা করি দ্রুতই সেরে উঠবেন,” বলেন তিনি।

ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিএনপির যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।