রাজধানীর ঢাকা–১৫ আসনে জামায়াত ইসলামী বাংলাদেশ–সমর্থিত এমপি পদপ্রার্থী ও দলের আমির ডা. শফিকুর রহমানের একাধিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন—পরিকল্পিতভাবেই নির্বাচনী পরিবেশ অস্থির করতে এ ঘটনা ঘটানো হয়েছে।
এলাকাবাসী জানায়, রাতে বিভিন্ন সড়ক, মোড় ও বাজারসংলগ্ন এলাকায় ডা. শফিকুর রহমানের নির্বাচনী ব্যানার-পোস্টার ছেঁড়া অবস্থায় দেখা যায়। সকালে নির্বাচনী প্রচারণায় নামা কর্মীরা বিষয়টি প্রথম লক্ষ্য করেন।
জামায়াত নেতাকর্মীদের অভিযোগ—
“ইচ্ছাকৃতভাবে পরিবেশ নষ্ট করতে এবং প্রচারণা ব্যাহত করতেই পোস্টার ছেঁড়া হয়েছে।”
আগের ঘটনার সঙ্গে মিল
নেতাকর্মীরা বলেন, এর আগেও ডাকসু নির্বাচনের সময় ছাত্রশিবিরের প্যানেলের ফেস্টুন একইভাবে রাতে ছিঁড়ে ফেলা হয়েছিল। তাদের অভিযোগ—একই ধরণের “গোপন নাশকতা” আবারও ঘটানো হচ্ছে।
স্থানীয়দের দাবি, পোস্টার ছেঁড়ার ঘটনায় প্রতিদ্বন্দ্বী পক্ষের সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সংস্থার আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।




















