ক্ষমতায় গেলে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হবে, তখন আন্দোলনের প্রয়োজন থাকবে না—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও ঢাকা–১৫ আসনের এমপি প্রার্থী ডা. শফিকুর রহমান।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
“আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চাই”
ডা. শফিকুর রহমান বলেন,
“বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে। আমরা আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চাই।”
তিনি আরও বলেন,
“আমরা একই ভাষায় কথা বলি, আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।”
“খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ পিছিয়ে”
দেশের মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছে না বলে মন্তব্য করেন জামায়াত আমির।
তার ভাষায়—
“দেশে কিছুই হয় না খারাপ রাজনীতিবিদদের জন্য। আমরা মূল ধরে টান দেব।”
শিক্ষাব্যবস্থা নিয়ে সমালোচনা
দেশে এখনো মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই দাবি করে তিনি বলেন—
“মা-বাবা নয়, শিক্ষক নির্ধারণ করবেন সন্তান কী নিয়ে পড়বে। আমাদের টার্গেট—সব শিশুকে গড়ে তোলা। আগামীতে তারা বোঝা নয়, সম্পদ হবে।”




















