ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনেই ট্র্যাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন—আমরা জানি না। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে—এটা অস্বাভাবিক।”

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের কিছুটা সময় লাগছে। “তবে আশা করছি, দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে।”

তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের অবস্থান সম্পর্কে সরকার অবগত থাকলেও দিল্লি এখনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। তাকে ফেরত আনতে ভারত সরকারের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে না ফেরালেও ঢাকা-দিল্লির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “আইনগতভাবে দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাওয়ার প্রত্যাশা রাখে বাংলাদেশ।”

বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এখন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনেই ট্র্যাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন—আমরা জানি না। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে—এটা অস্বাভাবিক।”

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের কিছুটা সময় লাগছে। “তবে আশা করছি, দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে।”

তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের অবস্থান সম্পর্কে সরকার অবগত থাকলেও দিল্লি এখনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। তাকে ফেরত আনতে ভারত সরকারের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে না ফেরালেও ঢাকা-দিল্লির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “আইনগতভাবে দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাওয়ার প্রত্যাশা রাখে বাংলাদেশ।”

বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এখন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে।