জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সরকারি আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ৮ দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর সংসদ হবে চাঁদাবাজ-মুক্ত ও কুরআনের আলোকে পরিচালিত। তিনি আরও ঘোষণা দেন, অতীতে চাঁদাবাজি করা ব্যক্তিদের আর সুযোগ থাকবে না এবং ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থা ইসলামী মূল্যবোধে পরিচালিত হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ৮ দলের জোট মানুষের মনে নতুন জাগরণ সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে। একইদিনে নির্বাচন ও গণভোটের সরকারি সিদ্ধান্তকে তিনি ‘ভুল পরামর্শের ফল’ বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, সময় থাকতে গেজেট সংশোধন না করলে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং জনগণ ভুলে ‘না’ ভোট দিয়ে দিতে পারে।
তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে নতুন রাষ্ট্রব্যবস্থা, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের পক্ষে রায়। তিনি নারী কর্মীদের ওপর হামলার নিন্দা জানান এবং আইনশৃঙ্খলার অবনতির সমালোচনা করেন।
সমাবেশের সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব কোনো একক দলের অর্জন নয়। তবে সরকার ক্ষমতার কাছে আত্মসমর্পণ করছে। নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচনে ৮ দলের একজন প্রার্থী থাকবে এবং সবাই তাকে সমর্থন করবে।
জাগপার সহসভাপতি রাশেদ প্রধান সরকারকে ১৪ দল নিষিদ্ধের দাবি জানান এবং বলেন, জনগণ বুলেটের জবাব দেবে ব্যালটে। তিনি অভিযোগ করেন, চান্দা পার্টি পোস্টার ছিঁড়লেও মানুষের মন থেকে ৮ দলের বার্তা মুছতে পারবে না।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারিসহ বিভিন্ন দলের নেতারা নির্বাচনের আগে গণভোট, প্রশাসনের নিরপেক্ষতা, খুনিদের বিচার এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ পরিচালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও মুফতি ইমরান। বিভিন্ন ইসলামী ও জাতীয় দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।


























