ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই বিজয়ী হবে: হাবিবুল্লাহ মিয়াজী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে ইসলামপন্থী দলগুলোর বিজয় নিশ্চিত—এ মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব নয়। শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা জানান তিনি।

মিয়াজী বলেন, “জমিন যার, হুকুম চলবে তার।” একাত্তরের স্বাধীনতার পর বুজুর্গ আলেম মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর মসজিদ-মাদ্রাসা থেকে ময়দানে নেমে খোলাফায়ে রাশেদার আদলে ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তার প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন দেশের প্রাচীনতম ইসলামী সংগঠন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, হাফেজ্জী হুজুর প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট পেলেও স্বৈরাচারী শাসকদের কারচুপির কারণে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ইসলামী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা।

সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে প্রতিনিধি সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই বিজয়ী হবে: হাবিবুল্লাহ মিয়াজী

আপডেট সময় ০৮:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে ইসলামপন্থী দলগুলোর বিজয় নিশ্চিত—এ মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব নয়। শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা জানান তিনি।

মিয়াজী বলেন, “জমিন যার, হুকুম চলবে তার।” একাত্তরের স্বাধীনতার পর বুজুর্গ আলেম মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর মসজিদ-মাদ্রাসা থেকে ময়দানে নেমে খোলাফায়ে রাশেদার আদলে ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তার প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন দেশের প্রাচীনতম ইসলামী সংগঠন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, হাফেজ্জী হুজুর প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট পেলেও স্বৈরাচারী শাসকদের কারচুপির কারণে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ইসলামী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা।

সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে প্রতিনিধি সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।