ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সমাবেশে খায়রুল কবির খোকনের অভিযোগ: ‘ধানের শীষে ভোট দেওয়ায় নারীরা নির্যাতিত হয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের হাতে’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে এক নারী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অভিযোগ করেছেন যে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার কারণেই অতীতে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা নারীদের উপর বর্বর নির্যাতন চালিয়েছিল। তিনি দাবি করেন, আওয়ামী লীগ আমলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছিল।

রোববার বিকেলে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা মহিলা দল আয়োজিত সমাবেশে খোকন বলেন, “২০০৮ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলের পর দেশজুড়ে খুন, গুম, অন্যায়-অত্যাচার ও নৈরাজ্য বৃদ্ধি পেয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও ধ্বংসের মুখে দাঁড়ায়।”

এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগী রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তার সুস্থতার জন্য দোয়া চান। পরে সমাবেশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেত্রী শিরিন সুলতানা, আবু সালেহ চৌধুরী, আনোয়ার হোসেন আনু, সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের সহযোগী কবির আটক

সমাবেশে খায়রুল কবির খোকনের অভিযোগ: ‘ধানের শীষে ভোট দেওয়ায় নারীরা নির্যাতিত হয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের হাতে’

আপডেট সময় ০৬:২২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নরসিংদীর মাধবদীতে এক নারী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অভিযোগ করেছেন যে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার কারণেই অতীতে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা নারীদের উপর বর্বর নির্যাতন চালিয়েছিল। তিনি দাবি করেন, আওয়ামী লীগ আমলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছিল।

রোববার বিকেলে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা মহিলা দল আয়োজিত সমাবেশে খোকন বলেন, “২০০৮ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলের পর দেশজুড়ে খুন, গুম, অন্যায়-অত্যাচার ও নৈরাজ্য বৃদ্ধি পেয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও ধ্বংসের মুখে দাঁড়ায়।”

এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগী রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তার সুস্থতার জন্য দোয়া চান। পরে সমাবেশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেত্রী শিরিন সুলতানা, আবু সালেহ চৌধুরী, আনোয়ার হোসেন আনু, সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।