ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর বাসাবো এলাকার একটি বাসায় র্যাব-৩ ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন দিলীপ (৪৯) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলাম নেপালের ছেলে এবং মামলার দ্বিতীয় আসামি বাবুল মিয়া (২৮) একই এলাকার হান্নান মিয়ার ছেলে।
র্যাব-৯ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়। এর ধারাবাহিকতায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়ায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কান্দিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবর্ষণে তিনজন আহত হন। রাতে ফের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম নিহত হন।
নিহত সাদ্দামের পরিবারের দাবি—দিলীপ ও তার সহযোগীরা রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং পরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে তাকে হত্যা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ ঘটনায় সাদ্দামের পিতা মস্তু মিয়া বাদী হয়ে দিলীপসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।






















