এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে তরুণ প্রজন্ম জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করছি।
এই তরুণরা, ছাত্ররা দলমত নির্বিশেষে জনগণকে নিয়ে জুলাই অভ্যুত্থান করেছে। আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেক কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ সার্থক হবে।
তিনি সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জে পথসভায় কথাগুলো বলেন। সারজিস আলম বলেন, যে বাবা-মা সন্তান হারিয়েছেন তারাই শুধু বুঝেন সন্তানদের হারানোর ব্যথা। যে খুনির নির্দেশে হাজারের অধিক খুন করা হলো, তার বিচারের দাবিতে আপনারা আপসহীন থাকবেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক আলী নাসের খান, দিনাজপুর অঞ্চল টিমের নীলফামারী জেলার দায়িত্বরত আবু সায়েদ লিয়ন, কিশোরগঞ্জ উপজেলা এনসিপির আব্দুল কাইয়ুম। পরে সারজিস আলমের নেতৃত্বে একটি মিছিল উপজেলার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।