ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান, হবিগঞ্জ-১ আসনে নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগ দিয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলের সঙ্গে সংযুক্ত হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, অনুষ্ঠানটি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত থাকেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে চান। বিএনপি ইতোমধ্যেই আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং হবিগঞ্জ-১ আসন ফাঁকা রেখেছে।

উল্লেখযোগ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর তিনি গণফোরামে যোগদানের পর সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরে গণঅধিকার পরিষদ গঠন ও আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।


 

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান, হবিগঞ্জ-১ আসনে নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত

আপডেট সময় ১১:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগ দিয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলের সঙ্গে সংযুক্ত হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, অনুষ্ঠানটি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত থাকেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে চান। বিএনপি ইতোমধ্যেই আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং হবিগঞ্জ-১ আসন ফাঁকা রেখেছে।

উল্লেখযোগ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর তিনি গণফোরামে যোগদানের পর সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরে গণঅধিকার পরিষদ গঠন ও আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।