ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ফুসফুস ও হৃদযন্ত্রের জটিল সংক্রমণে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এর আগে গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “ম্যাডাম অসুস্থ, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা একসঙ্গেই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

গত ২৩ নভেম্বর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে গুরুতর ইনফেকশন শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতির পর ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডে রয়েছেন লন্ডনস্থ জনহপকিনস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসা সমন্বয় করছেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা উদ্বেগজনক হলেও চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশজুড়ে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।

জনপ্রিয় সংবাদ

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

আপডেট সময় ০২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ফুসফুস ও হৃদযন্ত্রের জটিল সংক্রমণে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এর আগে গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “ম্যাডাম অসুস্থ, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা একসঙ্গেই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

গত ২৩ নভেম্বর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে গুরুতর ইনফেকশন শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতির পর ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডে রয়েছেন লন্ডনস্থ জনহপকিনস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসা সমন্বয় করছেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা উদ্বেগজনক হলেও চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশজুড়ে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।