ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘জয়বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে এলোপাতাড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কাইয়ুম মাতুব্বর বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কাইচাইল গ্রামের আজগার মিয়া ও তার সহযোগীরা সেখানে এসে উচ্চস্বরে ‘জয়বাংলা’ স্লোগান দিতে থাকে। কাইয়ুম মাতুব্বর তাদের নিষেধ করলে তারা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

আহত কাইয়ুম মাতুব্বর বলেন, “আমি চায়ের দোকানে বসে ছিলাম। তারা এসে স্লোগান দিলে আমি মানা করি। এরপরই তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।” বর্তমানে তিনি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, “লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

‘জয়বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

আপডেট সময় ০৩:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে এলোপাতাড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কাইয়ুম মাতুব্বর বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কাইচাইল গ্রামের আজগার মিয়া ও তার সহযোগীরা সেখানে এসে উচ্চস্বরে ‘জয়বাংলা’ স্লোগান দিতে থাকে। কাইয়ুম মাতুব্বর তাদের নিষেধ করলে তারা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

আহত কাইয়ুম মাতুব্বর বলেন, “আমি চায়ের দোকানে বসে ছিলাম। তারা এসে স্লোগান দিলে আমি মানা করি। এরপরই তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।” বর্তমানে তিনি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, “লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”