ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে, বিএনপিতে যোগদানে ‘হিড়িক’—রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে মন্তব্য মির্জা ফখরুলের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগদানে ‘হিড়িক পড়েছে’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এমন একটি দল—যাকে জনগণ মনে করে ক্ষমতায় এলে দেশে সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠবে। রেজা কিবরিয়ার যোগদান সম্পর্কে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। এই যোগদান সারা দেশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দলের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত ১৫ বছর সংগ্রাম করে আসছে। জনগণ সমর্থন দিলে বিএনপি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে—দলের অতীত অভিজ্ঞতাও সেই আশাকে শক্তিশালী করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, মেধাবী, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার মানুষদের সঙ্গে নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ৩১ দফা সংস্কারের রূপরেখাও সেই লক্ষ্যেই প্রণীত। ড. রেজা কিবরিয়ার যোগদান সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেন তিনি।

 

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে, বিএনপিতে যোগদানে ‘হিড়িক’—রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে মন্তব্য মির্জা ফখরুলের

আপডেট সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগদানে ‘হিড়িক পড়েছে’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এমন একটি দল—যাকে জনগণ মনে করে ক্ষমতায় এলে দেশে সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠবে। রেজা কিবরিয়ার যোগদান সম্পর্কে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। এই যোগদান সারা দেশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দলের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত ১৫ বছর সংগ্রাম করে আসছে। জনগণ সমর্থন দিলে বিএনপি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে—দলের অতীত অভিজ্ঞতাও সেই আশাকে শক্তিশালী করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, মেধাবী, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার মানুষদের সঙ্গে নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ৩১ দফা সংস্কারের রূপরেখাও সেই লক্ষ্যেই প্রণীত। ড. রেজা কিবরিয়ার যোগদান সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেন তিনি।