ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“ক্ষমতায় না গিয়েও প্রশাসনিক ক্যু–চর্চা চলছে, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ না হলে আবারও ‘৫ আগস্ট’-এর মতো গণবিস্ফোরণ ঘটবে: জামায়াত আমির”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

খুলনায় এক সমাবেশে বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না থাকলেও অনেকেই ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু করার পাঁয়তারা করছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের জনগণের রক্তের প্রতি যে বিশ্বাসঘাতকতা চলছে—চাঁদাবাজি, দুর্নীতি, ক্ষমতার দাপট—তা এখনো বন্ধ হয়নি। এসব বন্ধ না হলে জনগণ ক্ষমা করবে না এবং প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো গণবিস্ফোরণ ঘটবে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

জামায়াত আমির অভিযোগ করেন, দেশের কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল দুর্নীতি ও দুঃশাসনের চক্রে জাতিকে বারবার অপমানিত করেছে, দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে। ৫ আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে মুক্তির স্বাদ পাওয়া গিয়েছিল, তার পরই এক গোষ্ঠী জনগণের ওপর চাঁদাবাজি ও অত্যাচার চাপিয়ে দিয়েছে। শিল্পপতি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী—সকলেই চাঁদার বেড়ে যাওয়া হার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আল্লাহর অনুগ্রহে দেশ বেঁচে আছে, জনগণও মুক্তির স্বাদ পেয়েছে; কিন্তু ইসলামী দলের নামে চাঁদাবাজির কলঙ্ক কেউ বহন করছে না। যারা ছলে-বলে কৌশলে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে তাদের রুখে দেবে জনগণই।


 

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

“ক্ষমতায় না গিয়েও প্রশাসনিক ক্যু–চর্চা চলছে, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ না হলে আবারও ‘৫ আগস্ট’-এর মতো গণবিস্ফোরণ ঘটবে: জামায়াত আমির”

আপডেট সময় ০৫:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

খুলনায় এক সমাবেশে বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না থাকলেও অনেকেই ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু করার পাঁয়তারা করছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের জনগণের রক্তের প্রতি যে বিশ্বাসঘাতকতা চলছে—চাঁদাবাজি, দুর্নীতি, ক্ষমতার দাপট—তা এখনো বন্ধ হয়নি। এসব বন্ধ না হলে জনগণ ক্ষমা করবে না এবং প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো গণবিস্ফোরণ ঘটবে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

জামায়াত আমির অভিযোগ করেন, দেশের কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল দুর্নীতি ও দুঃশাসনের চক্রে জাতিকে বারবার অপমানিত করেছে, দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে। ৫ আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে মুক্তির স্বাদ পাওয়া গিয়েছিল, তার পরই এক গোষ্ঠী জনগণের ওপর চাঁদাবাজি ও অত্যাচার চাপিয়ে দিয়েছে। শিল্পপতি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী—সকলেই চাঁদার বেড়ে যাওয়া হার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আল্লাহর অনুগ্রহে দেশ বেঁচে আছে, জনগণও মুক্তির স্বাদ পেয়েছে; কিন্তু ইসলামী দলের নামে চাঁদাবাজির কলঙ্ক কেউ বহন করছে না। যারা ছলে-বলে কৌশলে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে তাদের রুখে দেবে জনগণই।