ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অনমনীয় অবস্থান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: এটিএম আজহার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনমনীয় অবস্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ও রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন।”

তিনি অভিযোগ করেন, বিগত সরকার মিথ্যা ও সাজানো মামলার মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দি রেখে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। এতে তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে বলে দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছেন বলেও জানান জামায়াতের এই নেতা।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে— তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন।”

বিবৃতির শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং তার পরিবার, দলের নেতাকর্মী ও দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে সবার কাছে তার জন্য দোয়া চাইতেও অনুরোধ করেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অনমনীয় অবস্থান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: এটিএম আজহার

আপডেট সময় ০৮:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনমনীয় অবস্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ও রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন।”

তিনি অভিযোগ করেন, বিগত সরকার মিথ্যা ও সাজানো মামলার মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দি রেখে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। এতে তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে বলে দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছেন বলেও জানান জামায়াতের এই নেতা।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে— তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন।”

বিবৃতির শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং তার পরিবার, দলের নেতাকর্মী ও দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে সবার কাছে তার জন্য দোয়া চাইতেও অনুরোধ করেন।