ঢাকা — সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়াকে “অতি-গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP)” হিসেবে নিরাপত্তা দেওয়া হবে — এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত রাতেই ভিড় জমতে দেখা গেছে।
রাত ১২টার ৩৫ মিনিটের দিকে হাসপাতালের সামনে হঠাৎ ব্যারিকেড বসানো হয় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। বিএনপির একাধিক শীর্ষউচ্চসূত্র দাবি করেছেন, সরকারের উচ্চপর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গেজেটের প্রস্তুতিও প্রায় শেষ।
সূত্র বলছে, আগামী ২ ডিসেম্বর (আজ) সরকারের পক্ষ থেকে এই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক গত রাতে অনুষ্ঠিত হয়। সেখানে আগামী নির্বাচনের প্রচারণা পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি, খালেদা জিয়ার স্বাস্থ্য ও অবস্থার আপডেটও হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা “মধ্যম” হলেও, দলীয় নেতা–কর্মীরা স্বাস্থ্য সংক্রান্ত খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


























